ফের স্তব্ধ হাওড়া ব্রিজ । আদিবাসীদের মিছিলের জেরে আবারও যান চলাচল বন্ধ রয়েছে । ফলে, শহরের একাধিক ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে । অফিসের ব্যস্ত সময়ে সমস্যায় পড়ে গিয়েছেন নিত্যযাত্রীরা ।
বৃহস্পতিবার সাড়ে ১১টা নাগাদ হাওড়া ব্রিজে মিছিল শুরু করেন আদিবাসী সংগঠন । ধর্মতলার উদ্দেশে তাঁদের এই মিছিল । সেখানে বেশ কিছু দাবি নিয়ে সমাবেশ করবেন তাঁরা । কিন্তু, হাওড়া ব্রিজে তাঁদের এই মিছিলের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় । হাওড়া ব্রিজে ওঠার মুখে লাইন দিয়ে একের পর এক বাস, গাড়ি দাঁড়িয়ে পড়ে । শুধু তাই নয়, মিছিলের জেরে, প্রবল যানজট সৃষ্টি হয় ব্রেবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড এবং মহাত্মা গান্ধী রোডে ।
কী কী দাবি রয়েছে আদিবাসীদের ? তাঁদের দাবি, সংশোধিত বন সংরক্ষণ আইন (২০২৩) বাতিল করতে হবে । আদিবাসীদের ‘ধরম কোড’ দিতে হবে। এ ছাড়াও সাঁওতাল ভাষাকে মর্যাদা দেওয়ার দাবি তুলেছেন তাঁরা । বৃহস্পতিবার প্রথম নয়, আগেও আদিবাসীদের মিছিলে হাওড়া ব্রিজে স্তব্ধ হয়েছিল যান চলাচল ।