পুরসভার একটি ওয়ার্ডে উপ-নির্বাচন। তাতেও শাসকদল তৃণমূলের সঙ্গে বিরোধী দল বিজেপির ঝামেলা থামানো গেল না। আসানসোল পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের পুরসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে তপ্ত থাকল স্থানীয় রাজনীতি।
বিরাশি নম্বর বুথে বিজেপি প্রার্থীর অভিযোগ, সকাল থেকে তাঁর এজেন্টকে বসতে দেয়নি শাসক তৃণমূল। বুথের মধ্য়েই এই ঘটনার প্রতিবাদ করেন ওই বিজেপি প্রার্থী। বাইরে তখন পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন গেরুয়া নেতারা।
ঝামেলা গড়াতে গড়াতে জি টি রোডের উপরে চলে আসে। এখানে পুলিশকে ধরে বিক্ষোভ দেখান বিজেপি নেতারা। ভোট লুঠের অভিযোগ করা হয়। এরমধ্য়েই তাঁদের উপর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। পাল্টা বিজেপির দিকে হামলার অভিযোগ করা হয়েছে।