স্থানীয় সমবায় নির্বাচন ঘিরে অশান্ত পূর্ব মেদিনীপুরের তমলুক। রবিবার ভোট নিয়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে খানিকক্ষণের জন্য উত্তপ্ত হয় মাতঙ্গিনী ব্লকের খারুই। পরিস্থিতি আয়ত্তে আনতে পুলিশকে লাঠিও চালাতে হয়। এলাকায় এখনও পুলিশে বিশাল বাহিনীকে রাখা হয়েছে। শনিবারই জেলার কাঁথিতে সভা করে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাঁর আসার আগে বোমা বিস্ফোরণ হয়েছিল ভূপতিনগরে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক তৃণমূল নেতা-সহ তিন জন। তার ২৪ ঘণ্টার মধ্য়েই এবার সমবায় ভোটকে ঘিরেও রাজনৈতিক সংঘর্ষ। রাজনৈতিক মহলের দাবি, রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই অশান্তির আঁচ পাওয়া যাচ্ছে।
রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে সমবার নির্বাচনকে কেন্দ্র করে অনেক অঙ্কই বদলে দিয়েছে পূর্ব মেদিনীপুর। বেশ কয়েকটি জায়গায় বিজেপির সঙ্গে জোট করে সমবায় দখল করেছেন সিপিএম। আবার বেশ কিছু জায়গায় তৃণমূলের পাশে দাঁড়িয়েছে সিপিএম। সম্প্রতি জেলার এক সমবায় ভোটে শাসক তৃণমূলের হাত শক্ত করেছিলেন বামেরা।
এদিন বিজেপি অভিযোগ করেছে, ভোট শুরু হতেই ঝামেলা পাকাতে শুরু করে তৃণমূল। ভোটারদের বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।