ঐতিহাসিক জনগর্জন সভা থেকে, লোকসভা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর প্রার্থীদের নিয়ে সুদীর্ঘ র্যাম্পে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দৃশ্য আগে কখনও দেখেনি বাংলা। ঠিক যেন সিনেমা। প্রার্থী তালিকাতেও রইল চমকের পর চমক।
হুগলি কেন্দ্রে মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেসের। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিপরীতে লড়বেন বাংলার ‘দিদি’ রচনা বন্দ্যোপাধ্যায়। সেদিন দিদি নং ওয়ানের মঞ্চেই ‘গীতগোবিন্দ’ রচনা হয়ে গিয়েছিল লোকসভা ভোটের।
Sandeshkhali Incident: ইডি হানার সময় কোথায় ছিলেন, সিবিআইয়ের জেরায় কী বললেন শেখ শাহজাহান
প্রাথমিক ভাবে শোনা যাচ্ছিল, তমলুক থেকে লড়বেন রচনা। কিন্তু, খেলা ঘুরল ব্রিগেডের মঞ্চে। রচনাকে অভিনেত্রী হিসেবে চিনেছে বাঙালি, সঞ্চালক হিসেবেও তিনি সফল, এখন দেখার তিনি কতটা ‘নেত্রী’ হয়ে উঠতে পারেন?