লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের গাড়িকে পিছন থেকে ধাক্কা একটি ম্যাটাডোরের। ওই সময় গাড়ির মধ্যেই ছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। শনিবার সন্ধ্যায় এই ঘটনা সোদপুরে। ম্যাটাডোরের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তবে, এই ঘটনায় অল্পের জন্য রেহাই পেয়েছেন সৌগত রায়।
এদিন শনিবার সোদপুরের এইচবি টাউনে প্রচারের জন্য গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। ফেরার সময় এই ঘটনা ঘটে। এটা শুধু দুর্ঘটনা কীনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দমদমের প্রার্থীকে উদ্ধার করে। অন্য একটি গাড়িতে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়।
২০০৯ সাল থেকে দমদম লোকসভায় জয়ী প্রার্থী সৌগত রায়। পাঁচ বছর আগে এই কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন পাঁচ লক্ষের বেশি ভোটে। এবারও ভোট ময়দানে লড়াই বেশ প্রবল। দমদমে এবার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। বিজেপির মুখ তৃণমূলের প্রাক্তন বিধায়ক শীলভদ্র দত্ত।