বহরমপুরে তৃণমূলের পাঠান। ২০২৪ লোকসভা ভোটে এটাই বাংলায় চমক। তবে এই ঘটনাকে চমক বলে মনে করেন না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। কংগ্রেসের দাবি, তাঁকে হারাতে বহরমপুরে সংখ্যালঘু তাস খেলেছে তৃণমূল।
অধীরের মতে, তাঁকে হারাতে ইউসুফ পাঠানকে প্রার্থী করা হয়েছে। যাতে এই কেন্দ্রে ভোট কাটাকাটিতে ফায়দা পেতে পারে বিজেপি। বহরমপুর কেন্দ্রে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল এবং বিজেপি। এই কেন্দ্রে তাঁর নাম ঘোষণা না হলেও, কংগ্রেস সাংসদ অধীরের অভিযোগ, স্রেফ নিজেদের স্বার্থে ইউসুফ পাঠানকে ব্যবহার করতে চাইছে তৃণমূল।
পাঁচ বছর আগে বাংলার এই কেন্দ্র থেকে ৮০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সোমবার ফের বৈঠকে বসছে কংগ্রেসের নির্বাচনী কমিটি। তাতে বাংলার নাম উঠে আসতে পারে বলেই দাবি রাজনৈতিক মহলের।