রবিবাসরীয় ব্রিগেডে চমকের পর চমক দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন ‘জনগর্জন সভা’ থেকেই ৪২টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee) । সেইসময় ৩২০ ফুট দীর্ঘ র্যাম্পে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেঁটেছেন সমস্ত প্রার্থীরা। আর সেই ‘মেগা র্যাম্প ওয়াকেই’ নজর কাড়ল তৃণমূলের একাধিক মহিলা প্রার্থীর সাজগোজ। কেউ পরলেন সিল্ক তো কেউ পরলেন তাঁত। এদিন সায়নী, রচনা, শতাব্দী ,জুন থেকে মহুয়া থেকে সকলেই ভরসা রাখলেন শাড়িতেই।
রাজনীতির ডেবিউ মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়ের পরনে ছিল ডার্ক পেঁয়াজি রঙা কাঁথা স্টিচের সিল্ক শাড়ি। সাদা কলার দেওয়া ব্লাউজ আর ছিমছাম মেকাপে নজর কাড়লেন হুগলির তৃণমূল প্রার্থী।
সামান্য সাজেই সহ প্রার্থীদের টেক্কা দিলেন কৃষ্ণনগরের মহুয়া মৈত্র। তিনি আজকের জন্য বাছলেন চেক কটনের গোলাপি শাড়ি, সঙ্গে পেয়ার করলেন একটা টিপ এবং ওভারসাইজড সানগ্লাস।
Nasser Hussain: বাজ়বলে ডুবে ছিল টিম, ভারতে সিরিজ হারের পর ব্যাখ্যা নাসের হোসেনের
সায়নীর পরনেও সাদামাটা লাল পাড় সাদা হ্যান্ডলুম, সঙ্গে টপ নট, আর কালো টিপ। বীরভূমের প্রার্থী শতাব্দী রায়, দলের ‘নীল সাদা’ রঙেই সাজলেন। তাঁর নীল জর্জেটের শাড়িতে ফ্লোরাল