পার্থ চট্টোপাধ্যায়- (Partha Chatterjee) সম্পর্কে মন্তব্যের ক্ষেত্রে কুণাল ঘোষকে মুখে লাগাম টানতে নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে। পার্থর জেল হেফাজতের পর কুণাল বেশ কিছ মন্তব্য় করেছিলেন । সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল — ‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে’, ‘আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়’।
কুণালের এই ধরনের সব মন্তব্যের পরেই দল থেকে তাঁকে পার্থ সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে ‘সেন্সর’ করা হয়েছে। বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। শনিবার কুণালকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি শব্দও বলব না আমি। দলের মুখপাত্র বা সদস্য হিসেবে নয়, একদম ব্যক্তিগত ভাবে আমি এর আগে পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কিছু মন্তব্য করেছিলাম। কিন্তু আজ একটি শব্দও পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বলব না। আমি শুধু এইটুকু বলতে পারি, ওঁর সম্পর্কে আমার কোনও বক্তব্য নেই, পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও প্রশ্নের উত্তর দেব না।’’
আগামী দিনে কোও পরিস্থিতিতেই কি তাহলে পার্থকে নিয়ে আর মন্তব্য করবেন না তিনি! সেই প্রশ্নের উত্তরে কুণাল বলেন, ‘‘আজ কাল পরশু জানি না। আমি তৃণমূলের সৈনিক। পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে একটি কথাও বলব না।’’
Kolkata Shoot Out:ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘হেনস্থার’ জেরে বিরক্ত হয়ে গুলি, দাবি অভিযুক্ত জওয়ানের
উল্লেখ্য, আদালতে দাঁড়িয়েও এর আগে আইকোর মামলা নিয়ে পার্থকে নিয়ে নিশানা করতে দেখা গিয়েছে কুণালকে। কিন্তু দুর্নীতি কাণ্ডে ইডি-র হাতে পার্থ গ্রেফতার হওয়ার পর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছিলেন কুণাল। সম্প্রতি তাঁকে বলতে শোনা যায়, ‘‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে ঢুকে দেখুন কেমন লাগে। আমি যেমন বন্দিজীবন কাটিয়েছি। আমি চক্রান্তের কথা বলায় তখন এই পার্থ চট্টোপাধ্যায় আমাকে পাগল বলেছিলেন। অপরাধ করিনি বলায় আমাকে দলবিরোধী বলেছিলেন। এখন দেখুন কেমন লাগে। আমার ক্ষেত্রে যেমন হয়েছিল, পার্থর ক্ষেত্রেও যেন তেমনই হয়।নাগরিক হিসেবে বন্দিজীবনের নিয়ম যেমন আমার ক্ষেত্রে কার্যকর হয়েছিল, আশা করি তাঁর ক্ষেত্রেও তেমনই হবে।’’
পার্থর গ্রেফতারির পর থেকেই তাঁকে নিয়ে মন্তব্য় করে যাচ্ছিলেন কুণাল। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা ও গয়না উদ্ধার নিয়ে প্রশ্ন করা হলে পার্থ বলেছিলেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। সেই প্রসঙ্গে কুণাল বলেছিলেন, "উনি আজকে বলছেন, এটা ওঁর টাকা নয়। বলছেন, এটা চক্রান্ত, কোনটা বলছেন, সময় এলে বোঝা যাবে। কখনও তিনি বলবেন, আমি পার্থ চট্টোপাধ্যায় কিনা,আমি নিজেই জানি না। কোনওদিন বলবেন আমি অর্পিতা মুখোপাধ্যায়কে চিনি না।’’ এমনিতেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যথেষ্ট অস্বস্তিতে দল। তার উপর কুণালের এই ধরনের মন্তব্যের জেরে যাতে অস্বস্তি আরও না বাড়ে সেজন্য তাঁকে ‘সেন্সর’ করা হল বলে মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একাংশ।