রাজ্যের পঞ্চায়েতের ভোট গণনার প্রাথমিক রাউন্ডে বিরোধীদের থেকে এগিয়ে রইল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রাথমিক ভাবে যে ফল হাতে এসেছে, তাতে জেলা পরিষদের মোট আসনের ৫০টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ২৫টি আসনে এগিয়ে রয়েছে বিরোধীদল বিজেপি। অন্যান্য এগিয়ে একটি আসনে। বাম ও কংগ্রেস, কোনও জায়গাতেই এখনও খাতা খুলতে পারেনি। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে এগিয়ে তৃণমূল। পূর্ মেদিনীপুর এবং আলিপুর দুয়ারে তৃণমূল-বিজেপির কড়া টক্কর চলছে। বাঁকুড়ায় জেলা পরিষদে এগিয়ে গেরুয়া শিবির।
এবারের ভোটে সবার নজরে পূর্ব মেদিনীপুর। জেলা পরিষদের আসনে এই জেলায় এখনও কাঁটায় কাঁটায় লড়াই তৃণমল ও বিজেপির মধ্যে। জেলা পরিষদের ১৮টি আসনের মধ্যে দু দলই ৯টি করে আসনে এগিয়ে রয়েছে। প্রায় একই ছবি আলিপুর দুয়ারে। এখানে তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে গেরুয়া শিবির। যদিও গত লোকসভার ফলের নিরিখে এই জেলায় দাপট এখন বিজেপির হাতে।
এই পরিস্থিতেতে বাঁকুড়ায় জেলা পরিষদে বেশ অনেকটাই এগিয়ে বিজেপি। সৌমিত্র খাঁ এবং সুভাষ সরকারের নেতৃত্বে এই জেলায় রাজ্যের শাসক দল বিজেপিকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে গেরুয়া শিবির। জেলা পরিষদের সাতটি আসনে এগিয়ে বিজেপি।