উৎসবের মধ্যেই ফের রক্ত ঝড়ল রাজ্যে। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক তৃণমূল নেতাকে খুনের অভিযোগ। সোমবার সকালের ওই ঘটনায় নিহত সইফুদ্দিন লস্কর নামের ওই তৃণমূল নেতা। স্থানীয় বামনগাছি এলাকার এই ঘটনায় গ্রেফতার দুই দুষ্কৃতী।
পুলিশ জানিয়েছে, রোজের মতো এদিনও সকাল বেলা প্রার্থনার জন্য বেরিয়েছিলেন সইফুদ্দিন। সেই সময় তাঁকে আক্রমণ করা হয়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় স্থানীয় এই তৃণমূল নেতার। গুলির শব্দেই ছুটে আসেন গ্রামের মানুষ। আহত তৃণমূল নেতাকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সইফুদ্দিনের স্ত্রী সেরিফা বিবি, স্থানীয় বামনগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এলাকায় টহল দিচ্ছে পুলিশ।