বাঁকুড়ায় তাঁকে প্রার্থী করা হয়নি। তাই নিয়ে বেশ অভিমান করেছিলেন তৃণমূল নেত্রী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভার উপনির্বাচনে তাঁকে ফের দেখা যেতে পারে। সরকারিভাবে ঘোষণা না হলেও, তৃণমূলের অন্দর থেকে এমনটাই ইঙ্গিত। বরাহনগর উপনির্বাচনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস।
সম্প্রতি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। এই ঘটনার ফলেই লোকসভা ভোটের সঙ্গে উপনির্বাচন হবে বরাহনগর বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যে এই কেন্দ্রে সজল ঘোষকে প্রার্থী করছে বিজেপি।
২০২১ সালেও বিধানসভার ভোটে লড়াই করেছিলেন সায়ন্তিকা। বাঁকুড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। যদিও সেই ভোটে হেরে গিয়েছিলেন এই অভিনেত্রী।