নদিয়ার রাণাঘাটে এক নাট্যকর্মীকে মারধোরে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিগৃহীত এই নাট্যকর্মীর নাম নিরুপম ভট্টাচার্য। ওই নাট্যকর্মীর অভিযোগ, মারধোরের পাশাপাশি তাঁর বাড়ির পাশের নাটকের মহড়ার দেওয়ার ঘরও ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। যদিও রাণাঘাটের এই ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযো অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মূলত তাঁর উপর তৃণমূলের হামলার এই ঘটনায় সোশাল মিডিয়ায় অভিযোগ করেন ওই নাট্যকর্মী। ভারভারা রাওয়ের ‘কসাই’ কবিতা অবলম্বনে নতুন নাটকের প্রস্তুতি নিচ্ছিলেন নিরুপম। যেখানে তুলে ধরা হয়েছে হাঁসখালির গণধর্ষণের ঘটনাকে।
এলাকায় বাম মনস্ক বলেই পরিচিত নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় তাঁর অভিযোগ, হাঁসখালির ঘটনা নিয়ে নাটকের প্রেক্ষাপট সাজাতেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। মূলত পাড়ার দুই তৃণমূল নেতার দিকেই তাঁরে মারধোরের অভিযোগ করেছেন নিরুপম। অভিযোগ করেছেন, তাঁর পরিবারকে হুমকি দেওয়ার।
এদিকে তৃণমূলের বক্তব্য, তারা নিরুপম ভট্টাচার্যকে শ্রদ্ধা করেন। ওই রাতের ঘটনা অস্বীকার করে স্থানীয় নেতাদের দাবি, পুরো ঘটনার রেকর্ডিং সিসি ফুটেজে আছে, সেটা একবার খতিয়ে দেখা হোক। কারণ, তাঁরা মনে করেন, নিরুপম ভট্টাচার্য নিত্যদিন মানসিক সমস্যার মধ্যে থাকেন। কেন এই ঘটনার পর পুলিশে যাওয়া হল না, তা নিয়ে প্রশ্ন স্থানীয় তৃণমূল নেতাদের।