বিশ্বকাপের মধ্য়েই পঞ্চায়েতের খেলা শুরু। শনিবার কাঁথি থেকেই সরকারি ভাবে ভোট প্রচার শুরু করতে চলেছে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। শান্তিকুঞ্জ থেকে ২০০ মিটার দূরে প্রভাতকুমার কলেজের মাঠে দুপুরে জনসভা করবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাড়ায় দাঁড়িয়ে তৃণমূল কর্মীদের তিনি কী ভোকাল টনিক দেবেন, সেই অপেক্ষাতেই এখন রাজনৈতিক মহল।
উৎসব কাটতেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছিল তৃণমূল। ক্যামাক স্ট্রিটের দফতর থেকেই কৌশল সাজিয়ে ফেলেছিলেন অভিষেকও। তার প্রথম ধাপই ছিল কাঁথি। গত বিধানসভা ভোটের সময় এই কাঁথিতেই অধিকারী পরিবারের দিকে বিষোদগার করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। টার্গেট করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও। কিন্তু গত কয়েক দিন আগে বিধানসভায় মমতা-শুভেন্দু সৌজন্য় সাক্ষাতের পর কী পরিস্থিতির বদল ঘটল ? অভিষেকের ভাষণে কী সেই বদলের আঁচ মিলবে, সেটাই নজরে তৃণমূল কর্মী থেকে রাজ্য রাজনীতির কারবারিদের।
ইতিমধ্য়েই এই সভার প্রচার তুঙ্গে। শুক্রবার দিনভর প্রচার চালিয়েছেন পূর্ব মেদিনীপুরের তৃণমূলের নেতারা। ইতিমধ্য়েই এই সভার পর শান্তিকুঞ্জে অভিষেককে চায়ের নিমন্ত্রণ করেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। সেখানেও অভিষেক যাবেন কীনা, তা জন্যও রয়েছে অনেক আগ্রহ।