জনসংযোগেই পঞ্চায়েতের প্রচার শুরু অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের। শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে জনসভা করতে যাওয়ার আগে মরিশদায় থামে তাঁর কনভয়। গাড়ি থেকে নেমে সোজা চলে যান গ্রামের মধ্য়ে। গ্রামবাসীদের মধ্য়ে দাঁড়িয়েই অভাব-অভিযোগের কথা শুনলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আশ্বাস দিলেন, সমস্য়ার সমাধানের। গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরে গিয়ে গ্রামবাসীদের বাড়ির মধ্যে সময় কাটিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাতেই এবার পূর্ব মেদিনীপুরে জনসংযোগকেই হাতিয়ার করলেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদকে কাছে পেয়ে খুশি গ্রামের মানুষও। স্থানীয়রা জানিয়েছেন, তাঁদের অভিযোগের কথা শুনেছেন অভিষেক। সবকিছু ঠিক করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
এর আগে উত্তরবঙ্গেও এই একই ছবি দেখা গিয়েছে। তাঁর দল তৃণমূল কংগ্রেস গ্রামবাসীদের কতটা কাছাকাছি সেই খবর নিতেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছিলেন অভিষেক। এদিন মরিশদাতেও গ্রামবাসীরা তাঁকে নিজেদের ক্ষোভের কথা জানান। অনেকই অভিযোগ করেন, একাধিক ভাতার তালিকাভুক্ত করা হলেও, তাঁরা সেই ভাতা পাননা। নিকাশি নিয়েও অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের কাছে। পরে মহিলাদের সঙ্গে হেটে একাই গ্রামের মধ্যে ঢোকেন অভিষেক। জানানা, এবার দেখে গেলেন, যা করার তিনিই করবেন।
গ্রাম ছাড়ার আগে এসেছিল একটু চা খেয়ে যাওয়ার অনুরোধ। আবার এসে একদিন চা খেয়ে যাবেন বলেও গ্রামবাসীদের কথা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।