রাজ্যের বিরুদ্ধে যাঁরা চক্রান্ত করছে, তাঁদের মুখোশ খুলে দিতে হবে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনে ফোঁস করতে হবে। সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তৃণমূল কর্মীদের এই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ফোঁস নিদান নিয়ে সমালোচনার ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। তারই প্রতিধ্বনি এবার শোনা গেল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। মা-বোনদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ থেকেই মা-বোনদের অসম্মান করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা অতীশ সরকারের বিরুদ্ধে।
পথসভা থেকে অতীশের হুমকি, তাঁরা যদি ফোঁস করেন, তাহলে বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে বাড়িতে গিয়ে টাঙ্গিয়ে দিয়ে আসবেন। আর সেই পোস্টার আর খুলতে পারবেন না। ওই দিন আর বেশি দূরে নয়, বলেও দাবি তৃণমূল নেতার।
স্থানীয় পুরসভার প্রাক্তন কাউন্সিলর এই ব্যক্তি। বর্তমানে তাঁর স্ত্রী অশোকনগর পুরসভার তৃণমূল কাউন্সিলর। অতীশের এই হুমকি নতুন করে শোরগোল ফেলল রাজ্য রাজনীতিতে। নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতার এই বক্তব্যকে শেয়ার করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তৃণমূলকে লুম্পেনের দল বলে পাল্টা কটাক্ষ সুকান্তর।
অতীশের এই মন্তব্যে ভুল যে একটা হয়েছে, তা কার্যত স্বীকার করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব। ইতিমধ্যেই ওই তৃণমূল নেতার বিরুদ্ধে নালিশ করা হয়েছে উত্তর ২৪ পরগনা তৃণমূল জেলা সভাপতি কাকলি ঘোষদস্তিদারের কাছে।