ভোট মিটে গিয়েছে। কিন্তু সৌজন্যের এক অন্য ছবির সাক্ষী থাকল বিষ্ণুপুরের জনপদ। রাস্তা দিয়ে হাঁটার সময় তৃণমূল নেতাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন সাংসদ। সাংসদের নাম সৌমিত্র খাঁ। তৃণমূল ওই নেতার নাম ভবতারণ চক্রবর্তী। আর এই ঘটনার পর ফের সৌমিত্র খাঁকে ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। যদিও সৌমিত্রর দাবি, এটা স্রেফ সৌজন্য।
নির্বাচন মিটতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল বিষ্ণুপুরের বিজেপি সাংসদের গলায়। ওই সময়ও সৌমিত্র জানিয়েছিলেন, যে কাজ এবারের নির্বাচনে অভিষেক করেছেন, তা প্রশংসা করার মতো। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছে না।
কোতলপুর থেকে তৃণমূলের প্রথমবার বিধায়ক হয়েছিল সৌমিত্র। পরবর্তী সময়ে তৃণমূল থেকে প্রথমবার সাংসদ হন তিনি। এরপর যোগ দেন পদ্ম শিবিরে।