পরিবর্তন হয়তো এটাই। গত এক দশকে যা হয়নি, তাই-ই এবার হতে চলেছে। রাজ্যে সরকার তৈরির পর এই প্রথম অনুব্রতহীন বীরভূমে সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই রাজ্য নির্বাচন কমিশন থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হতে পারে রাজ্যে পঞ্চায়েত ভোট। তারআগে, বীরভূমে অনুব্রতকে ছাড়াই ঘর গোছাতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল। তৃণমূলের একাংশে দাবি, পঞ্চায়েত ভোটকে মাথায় রেখেই সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বীরভূমে একটা বড় সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। তার আগে খয়রাশোলে জেলা তৃণমূলের বড় কর্মসূচি রয়েছে। সেখানেই তৃণমূল নেত্রীর সফর সূচি তৈরি করা হবে।
রাজনৈতিক মহলের দাবি, বরাবরই তৃণমূল নেত্রীর কাছের সৈনিক অনুব্রত মণ্ডল। গরুপাচার তদন্ত মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছে সিবিআই। কিন্তু বেহলার জনসভায় বীরভূমের এই নেতার পাশেই দাঁড়িয়েছে মমতা। এমনকী, এখনও বীরভূমের জেলা সভাপতি পদেও কেষ্টর নামই বহাল রয়েছে। কিন্তু এবার হয়তো জেলা সফরে সর্বক্ষণের ছায়াসঙ্গী অনুব্রতকে ছাড়াই জনসভা করতে হবে মমতাকে।
একইসঙ্গে তৃণমূলের একাংশের দাবি, জেলায় গিয়ে নেতাদের সঙ্গে বৈঠকে পঞ্চায়েতের কৌশল বেধে দিতে পারেন নেত্রী। কারণ, গরুপাচার তদন্ত মামলা থেকে অনুব্রত মণ্ডল যে এখনই মুক্ত হচ্ছেন না, তা এই ঘটনায় সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি থেকেই পরিষ্কার। তাই, অনুব্রতহীন জেলার নেতারা কী ভাবে কাজ করবেন, সেই নকশাও হয়তো সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে বীরভূম গিয়ে ঠিক করে দিতে পারেন মমতা।