ফের আয়কর হানা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক থেকেই ফের তোপ দাগলেন কেন্দ্রের দিকে। সম্প্রতি জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। উদ্ধার করে প্রায় ১৫ কোটি টাকা। যদিও জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন দাবি করেন, আয়করের কাছে তাঁর সব নথি জমা দেওয়া আছে। এদিন মুখ্যমন্ত্রীর অভিযোগ, জাকির তৃণমূল করেন বলেই তাঁর বাড়িতে এ ভাবে আয়কর হানা দেওয়া হয়েছে।
এদিন মুর্শিদাবাদে একগুচ্ছ সরকারি প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আবাস থেকে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। মমতার অভিযোগ, রাজ্যকে ভাতে মারার চেষ্টা করছে কেন্দ্র। তা কোনও দিন হবে না বলেও দাবি করেন তিনি। নাম না করে মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। অভিযোগ করেন, তৃণমূলে থাকার সময় মুর্শিদাবাদের যিনি দায়িত্বে ছিলেন, তিনি তৃণমূলকে বদনাম করেছেন।
সম্প্রতি জঙ্গিপুরে একটা মেডিক্যাল কলেজ তৈরির জন্য রাজ্যকে প্রস্তাব দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। অরিজিতের সেই প্রস্তাব এদিন মঞ্জুর করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের জন্য জীবনবিমা তৈরি জন্য দুই বিধায়ককে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।