পাখির চোখ পঞ্চায়েত। তাই সময় নষ্ট নয়। আগামী দোসরা জানুয়ারি তৃণমূলের সমস্ত প্রতিনিধিদের নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মূলত পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়ানোর বার্তাই এই বৈঠক থেকে দিতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ গত কয়েক দিন আগেই এমনই এক বৈঠকের ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। রাজনৈতিক মহলের দাবি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তারিখ রাজনীতিকে চ্যালেঞ্জ জানাতেই এমনই এক বৈঠকের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। দাবি করেছিলেন, ২ জানুয়ারির বৈঠকেই অনেক কিছু ঘোষণা হতে পারে।
ইতিমধ্যেই পঞ্চায়েতের প্রচার শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের কাঁথি ও নদিয়ার রানাঘাটে প্রাথমিক প্রচারল করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি জনসভাতেই রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট হওয়ার দাবি করেছেন তিনি। একইসঙ্গে তৃণমূল কর্মীদের তাঁর বার্তা, গুন্ডামি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই বিজেপি বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। রানাঘাটে যেমন মতুয়া ভোট পালে টানার ইঙ্গিত দিয়েছেন অভিষেক। তেমনই কাঁথি থেকে তিনি চ্যালেঞ্জ করেছেন শুভেন্দু অধিকারীকে।
রাজনৈতিক মহলের দাবি, নতুন বছরের শুরু থেকেই হয়তো জেলায় প্রচারের কাজ শুরু করবেন তৃণমূল নেত্রী। তার আগেই জেলা সফরে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাঁর নির্দেশে পঞ্চায়েত প্রধানের পদ থেকে ইস্তাফা দিয়েছেন দুই তৃণমূল নেতা।