তৃণমূল নেতা খুনের পাল্টায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক দুষ্কৃতীতে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ জনতার বিরুদ্ধে। বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে স্থানীয় বামনগাছি এলাকায় খুন হয়েছিলেন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তাঁর খুনের প্রতিবাদে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রোজের মতো এদিন সকালে প্রার্থনার জন্য বেরিয়েছিলেন সইফুদ্দিন। বামনগাছিতে তাঁকে ঘিরে ধরে চার থেকে পাঁচজন দুষ্কৃতী। তাঁদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় সইফুদ্দিনের দেহ।
আরও পড়ুন : দুষ্কৃতী গুলিতে জয়নগরে তৃণমূল নেতা খুন, গ্রেফতার দুই
গুলির শব্দে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। এরমধ্যে দু জন দুষ্কৃতীকে ধরে ফেলে তারা। সইফুদ্দিনকে স্থানীয় হাসপাতালে পাঠানোর পাশাপাশি শুরু হয় গণপিটুনি। পুলিশ জানিয়েছে, তাতেই মৃত্যু হয়েছে একজনের।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক রং লেগে গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতা ও ক্যানিং পূর্বের বিধায়ক শৌওকত মোল্লার অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী।