দিন কয়েকের ব্যবধানে ফের গুলি রেল শহর খড়গপুরে। এবার তৃণমূলের এক নেতা লক্ষ করে গুলি চালাল দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়ার ওই নেতার মৃত্য়ু হয় বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়ে তৃণমূলের ওই নেতার নাম প্রসাদ রাও।
পুলিশ সূত্রে খবর, সোমবার রাত ১০ নাগাদ এই ঘটনা ঘটে। একটি স্কুটিতে তিন দুষ্কৃতী এসেছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার পরেই হাসপাতালে যান খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার। ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে পুলিশ।
গত রবিবার ছুটি কাটিয়ে বিদেশ থেকে ফিরেছিলেন ওই তৃণমূল নেতা। স্থানীয়দের দাবি, প্রসাদের নানা রকমের ব্যবসা ছিল। শ্রীনু নায়ডুর ঘনিষ্ঠ বলেও এলাকায় পরিচিত ছিলেন প্রসাদ।