রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে মালদহ। রোজই রাজ্যের এই জেলায় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে দিদির দূতদের। সোমবারও তার কোনও ব্যতিক্রম হল না। এবার ইংরেজবাজারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। পরিস্থিতি এমন হল, যে পুলিশ ডাকতে হল। এখানেও গ্রামবাসীদের অভিযোগ দুর্নীতিকে কেন্দ্র করে। সেইসঙ্গে দাবি করা হয়েছে, তাঁদের গ্রামে কোনও উন্নয়ন হয়নি। যদিও এই অভিযোগ কার্যত স্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
কয়েকদিন ধরেই মালদহের বিস্তৃণ এলাকায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ছেন দিদির দূতরা। রতুয়া থেকে শুরু করে সর্বত্র রোজই কার্যত একই ছবি। সোমবারও ফের তাঁর দূতদের মানুষের ক্ষোভের কথা মন দিয়ে শোনার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের জানিয়েছেন, মানুষের কাছে ক্ষমা চেয়েই কাজ করতে হবে।