আরজি কর হাসপাতালে নারী নির্যাতনের ঘটনায় উত্তাল এখন রাজ্য রাজনীতি। এরই মধ্যে এক মহিলাকে কুকথা বলার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন চুঁচুড়া পুরসভার এক মহিলা কর্মী। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা পোস্ট করেছেন বিজেপির দুই নেতা লকেট চট্টোপাধ্যায় এবং সজল ঘোষ। যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।
ওই মহিলার অভিযোগ, পুরসভার কর্মী হয়েও, তাঁকে গত ছ মাস বিধায়কের বাড়িতে কাজ করতে হয়েছে। অভিযোগ, পুরসভাতে ঢুকতে দিতেন না বিধায়ক। হাজিরার খাতা সই করতে হত বিধায়কের বাড়িতে। ব্যক্তিগত কাজ করাতেন। জুতো পরিষ্কার করাতেন, টেবিল মোছাতেন।
মহিলাদের কোনও সম্মান করেন না বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। বিধায়কের মুখের ভাষা খুবই খারাপ বলেও অভিযোগ করা হয়েছে। জেলা তৃণমূলের পাল্টা প্রশ্ন, কেন এতদিন ওই মহিলা চুপ ছিলেন ? কেন তাঁর ভিডিও ভাইরাল করতে হল বিজেপিকে। জেলা তৃণমূল নেতাদের দাবি, ভাইরাল হওয়া ওই ভিডিও সত্যি কীনা, তা তাঁরা যাচাই করেননি।
যদিও এই ব্যাপারে পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই জানা গিয়েছে। অসিতের বিরুদ্ধে অভিযোগ করেছেন হুগলির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রীর অভিযোগ, ধর্ষকরাই আজ তৃণমূলের মেরুদণ্ড। বিধায়কের তরফে এর পাল্টা কোনও জবাব এখনও পাওয়া যায়নি।