দক্ষিণ ২৪ পরগনায় দলীয় সভায় যোগ দিতে যাওয়ার সময় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার দুপরে বাসন্তীততে তৃণমূলের একটি সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেইসময় কলতলায় মন্ত্রীর গাড়ি আটকে দেন তৃণমূলের সমর্থকরাই। এই ঘটনা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি চন্দ্রিমা ভট্টাচার্য। তবে জানা গিয়েছে, বাসন্তীর বিধায়কের ডাকা এই সভায় ডাকা হয়নি বেশ কয়েকজন স্থানীয় তৃণমূল নেতাকে। সেই ক্ষোভেই চন্দ্রিমার গাড়ি আটকে দেওয়া হয়। প্রায় মিনিট দশেক আটকে ছিল রাজ্যের মন্ত্রীর গাড়ি। পরে তাঁকে উদ্ধার করা হয়।
রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই দক্ষিণ ২৪ পরগনাকে তৃণমূলের গড় বলা হয়। রবিবারের ঘটনায় তাই বেশ উদ্বিগ্ন জেলার নেতারা। কারণ, বাসন্তীর বিধায়কের ডাকা দলীয় সভায় কেন স্থানীয় তৃণমূল নেতাদের বাদ দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে রাজনৈতিক মহলের দাবি, বাকি অন্য জেলার মতো দক্ষিণ ২৪ পরগনাতেও তৃণমূলের গোষ্ঠী কোন্দল রয়েছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর গাড়ি আটকে বিক্ষোভের ঘটনা তারই বহিপ্রকাশ বলেই দাবি রাজনৈতিক মহলের। যদিও জেলা তৃণমূল নেতৃত্বে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ফের একবার উড়িয়ে দিয়েছে।