ফেব্রুয়ারি মাসেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ((Tripura Assembly Election) । তার আগে চলতি মাসেই ত্রিপুরা যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই ত্রিপুরায় ভোটের প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল । জানুয়ারির তৃতীয় সপ্তাহেই সেখানে অভিষেকের সভা করার কথা রয়েছে । জানা গিয়েছে, সেইসময়ই অভিষেকের সঙ্গে ত্রিপুরা সফরে যাবেন মমতা । বিধানসভা নির্বাচনের প্রচারেই তৃণমূল নেত্রীর ত্রিপুরা সফর ।
জানা গিয়েছে, ১৭ থেকে ১৯ জানুয়ারি মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । মেঘালয় থেকে ফিরেই অভিষেকের সঙ্গে দু'তিনদিনের জন্য ত্রিপুরা যাবেন । আবার সেখান থেকে ফিরেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দেবেন মুখ্যমন্ত্রী । জানুয়ারির শেষে বোলপুরে সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের । তবে, বিধানসভা নির্বাচনের আগে মমতা-অভিষেকের এই ত্রিপুরা সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
আরও পড়ুন, Mamata Banerjee: পাখির চোখ পঞ্চায়েত ভোট! ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মেঘালয়েও করবেন জনসভা
এদিকে, সোমাবার ১৬ জানুয়ারি থেকেই জেলা সফর শুরু হবে মুখ্যমন্ত্রীর ৷ ওই দিন মুর্শিদাবাদে সভা সেরে সাগরদিঘিতে কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো । সেখান থেকে তিনি সোজা যাবেন আলিপুরদুয়ার । তারপর মেঘালয়ের উদ্দেশে রওনা দেবেন বলে নবান্ন সূত্রে খবর ।