সিপিএমের যুব সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দিতে সুদূর জার্মানির হামবুর্গ থেকে কলকাতায় এসেছেন এক তরুণী। তাঁর নাম তৃষিতা বন্দ্যোপাধ্যায়। ২০১৬ থেকে জার্মানির বাসিন্দা ওই তরুণীর কলকাতার বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়াতেই। ভবানীপুরের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা তৃষিতা উপস্থিত থাকবেন মীনাক্ষী মুখোপাধ্যায়দের রবিবারের ব্রিগেডে। হাজরা মোড় থেকে মিছিলে হেঁটে তিনি যোগ দেবেন সমাবেশে।
তৃষিতার মা-বাবা দু'জনেই সিপিএমের সক্রিয় কর্মী। নিজে কলকাতায় খুব একটা বাম রাজনীতি করার সুযোগ পাননি ঠিকই, কিন্তু ২০১৯ সালে সিএএ-এনআরসির বিরুদ্ধে হামবুর্গের রাস্তায় নেমেছিলেন তিনি। সংবাদমাধ্যমকে তৃষিতা জানিয়েছেন, সাধারণত তিনি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেশে এসে জানুয়ারির গোড়াতেই হামবুর্গ ফিরে যান কিন্তু এ বার ব্রিগেডে থাকবেন বলেই অতিরিক্ত খরচ করে ডিসেম্বরের বদলে জানুয়ারিতে এসেছেন।
সাইবার নিরাপত্তা নিয়ে পড়াশোনা করেছেন তৃষিতা। আপাতত কাজ করছেন জার্মানির একটি বিমান সংস্থায়। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে শিক্ষা ও কাজের আকালের জন্যই তাঁকে দেশ ছাড়তে হয়েছিল। তাঁকে আশার আলো দেখাচ্ছে সিপিএমের নতুন প্রজন্মের ব্রিগেড।