দিঘা জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। মালবোঝাই দু'টি লরির সংঘর্ষের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় আগুনে ঝলসে মৃত্যু হয়েছে লরি চালকের। মৃত ওই চালকের নাম শত্রুঘ্ন প্রসাদ। বয়স ৩৯ বছর। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরে।
গুরুতর জখম অবস্থায় ওই লরির খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার রাত ৩টা ১৫ মিনিট নাগাদ ঘটনা ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায়। জানা গিয়েছে, ওই বাস স্ট্যান্ডের কাছে একটি আলুবোঝাই লরি এবং একটি সিমেন্টবোঝাই লরি মুখোমুখি ধাক্কা মারে।
আরও পড়ুন - নাবালিকা বিয়ে রুখতে অভিনব নোটিস পুরুলিয়ার মন্দিরে
আলুবোঝাই লরির চালক আটকে পড়েন নিজের আসনে। খালাসিকে উদ্ধার করা হলেও চালককে উদ্ধার করা যায়নি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে তাঁর কেবিনে। কোনও ভাবে আগুন নেভানো যায়নি।