কাজের ফাঁকে স্টেশনে দাঁড়িয়ে সহকর্মীর সঙ্গে কথা বলছিলেন। আচমকা এক বিদ্যুতের তার ছিঁড়ে পড়ল খড়গপুর স্টেশনের প্ল্যাটফর্মে (Kharagpur Station Accident) দাঁড়িয়ে থাকা এক টিটিইর গায়ে। বিদ্যুতের শকে (Electrocuted) সোজা রেললাইনে ছিটকে পড়েন ওই টিটিই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে খড়গপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মে ওভারব্রিজের সামনে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন কর্মরত ওই টিটিই। আহতের নাম সুজন সিং সর্দার। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি খড়গপুর রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সিসি ক্যামেরা ফুটেজে সুজনের শরীরে বিদ্যুতের ঝলকানি দেখা গিয়েছে। বিদ্যুতের সংস্পর্শ আসার পরেই মাটিতে লুটিয়ে পড়ে যান রেললাইনে। তড়িঘড়ি ছুটে আসেন রেলের অন্যান্য কর্মীরা। তৎক্ষণাৎ বেহুঁশ সুজনকে রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়।
সিনিয়র ডিসিএম খড়গপুর রাজেশ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, ''কর্মরত অবস্থায় এক টিটি আহত হয়েছেন। দুটি তারের মধ্যে কোনওরকম অন্য কিছুর স্পর্শ হওয়ায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আর তাতে আহত হয়েছেন ওই টিটি। কী করে ওই ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। ওই টিটি বর্তমানে সুস্থ রয়েছেন।''