লোকাল ট্রেনের যাত্রীদের মনোরঞ্জনের ব্যবস্থা করছে ভারতীয় রেল। মূলত যাত্রীদের একঘেয়েমি কাটাতে ট্রেনের কামরায় টিভির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কী কী দেখানো হচ্ছে জানেন?
কামরার এই ২৮ ইঞ্চির টেলিভিশনে কখনও টম অ্যান্ড জেরি আবার কখনও চার্লি চ্যাপলিনের সিনেমার খন্ডচিত্র দেখানো হচ্ছে। এর পাশাপাশি নাচ, গানের দৃশ্য দেখানো হচ্ছে। একইসঙ্গে বিভিন্ন বিজ্ঞাপন দেখানো হচ্ছে। রেল সুরক্ষা সম্পর্কিত নানা তথ্য এই টেলিভিশনের মাধ্যমে দর্শদের কাছে পৌঁছে দিচ্ছে রেলে।
আরও পড়ুন - রবিবাসরীয় সকালে নির্বাচনী প্রচার তুঙ্গে, জনসংযোগ কর্মসূচি বিজেপি, বাম ও তৃণমূলের
এর আগে মুম্বই মাইসোরের লোকাল ট্রেনে এই ধরনের ব্যবস্থা চালু ছিল। সম্প্রতি এই ব্যবস্থা করা হয়েছে বাংলার লোকাল ট্রেনেও। ট্রেনের প্রতিটি কামরায় চারটি টিভি বসানোর ব্যবস্থা করা হয়েছে।