অনীশ ও অনীক বারুই, তাঁদের মা যেন রত্নগর্ভা। একই পরিবারের এই দুই যমজ ভাই মাধ্যমিকের মেধা তালিকাতেও জায়গা করে নিয়েছে। স্বভাবতই যারপরনাই খুশি তাঁদের পরিবার। দাদা অনীশের প্রাপ্ত নম্বর ৬৮৯, সে হয়েছে চতুর্থ। মাত্র ২ নম্বর কম পেয়ে ভাই অনীক পেয়েছেন ষষ্ঠ স্থান। দুজনের চোখেই চিকিৎসক হওয়ার স্বপ্ন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তাঁরা। তবে এই দুর্দান্ত রেজাল্টের জন্য কোনওদিন রাত দিন এক করে দেয়নি তাঁরা। দুই কৃতী জানিয়েছে,সকাল সন্ধ্যায় ২ ঘণ্টার ‘স্টাডি’, আর রাতে ঘণ্টা দেড়েক। বিকেলে খেলেধূলা এই ছিল তাদের ‘রুটিন’ । কৃতীদের লেখাপড়া আবাসিক বিদ্যালয়ে, তাই সময় কাটত হস্টেলেই, বাবা মায়ের সঙ্গে দেখা হত মাত্র দুইদিন। লেখাপড়ার জন্য তাঁদের পরিবার থেকেও চাপ দেওয়া হয়নি কখনই। বরাবর ‘মানুষ’ হওয়ার পাঠই দিয়েছেন তাঁদের বাবা।
Mamata Banerjee:'দু'দিন সময় দেবেন না?প্রয়োজনে নবজোয়ার কর্মসূচি আমি শেষ করব', অভিষেক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী
মেধাতালিকায় দুই সন্তানের নাম দেখার পর তাদের বাবা বলেন, মহারাজদের কাছ থেকে শুনেই তিনি বুঝেছিলেন ছেলেরা ভাল ফল করবে, কিন্তু এতটা ভাল আশা করেননি তিনি। তবে ছেলেরা ডাক্তার হলে, একটি দাতব্য চিকিৎসালয় খোলার ইচ্ছে রয়েছে তাঁর।