পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মী খুনের ঘটনায় গ্রেফতার দুই। এই ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম কাজল শেখ এবং সাফিক শেখ। শুক্রবার মারগ্রামের রতনপুরে খুন হন কংগ্রেসকর্মী ফুলচাঁদ। অভিযোগ, প্রচারের সময় তাঁকে লক্ষ করে গুলি করা হয়। প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আজ, শনিবার খড়গ্রাম যেতে পারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
এদিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের ইসলামপুরও। ঘটনাস্থলে চলল ৫ রাউন্ড গুলি। দুপুরের পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয় পরিবেশ। তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইসলামপুরের বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।