নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে হামলার অভিযোগ। এই ঘটনায় রবিবার দু জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মহেশ্বর নাড়ু এবং সনু মণ্ডল। তারা দু জনেই এলাকা সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত। যদিও ধৃতদের দাবি, ঘটনার সময় তারা স্কুলে ছিল না। তাদের ফাঁসানো হয়েছে। শনিবার স্থানীয় বলরামপুর মন্মথনাথ বিদ্যামন্দিরের ভিতরে ঢুকে হামলার অভিযোগ ওঠে। সোশাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়েছিল।
এই ঘটনার পরেই রিপোর্ট চেয়েছিল শিক্ষা দফতর। পুলিশকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে এদিন মহেশ্বর এবং সনুকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাদের আদালতে পেশ করা হয়েছে। যদিও এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের কেউ এখনও গ্রেফতার হয়নি। অভিযু্ক্তদের তালিকায় রয়েছে স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের নাম।
শনিবারও আক্রান্ত শিক্ষক-শিক্ষিকা অভিযোগ করেছিলেন প্রধান শিক্ষকের প্ররোচনাতেই তাঁদের উপর হামলা চালানো হয়েছে। কমবেশি ২০০ জন বহিরাগত এসে এই হামলা চালিয়েছে। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। শৃঙ্খলাভঙ্গের পাল্টা দায় চাপিয়েছেন আক্রান্তদের উপরেই।