তৃণমূল-বিজেপি বিরোধে বুধবার প্রবল হট্টগোল হল বিধানসভায়। ৭ মার্চের ঘটনায় দুই বিজেপি (BJP) বিধায়ককে সাসপেন্ড করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে আবার তুমুল বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তৃতা চলাকালীনই চলে বিক্ষোভ। পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নেতৃত্বে ওয়াক আউট করেন তাঁরা।
গত ৭ মার্চ বিধানসভায় হট্টগোল করার জন্য বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এবং সুদীপ মখোপাধ্যায়কে বাকি বাজেট অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় বিধানসভা থেকে। বিজেপির পাল্টা অভিযোগ, ওই দিন ৫ জন তৃণমূল বিধায়ক রাজ্যপালকে নিগ্রহ করেন। কিন্তু তাঁদের শাস্তি দেওয়া হয়নি।
আরও পড়ুন: Jagdeep Dhankar: বিধানসভায় গোলমাল নিয়ে স্পিকারকে চিঠি রাজ্যপালের, কড়া জবাব দিলেন বিমান
মিহির ও সুদীপের শাস্তি প্রত্যাহারের জন্য স্পিকারের কাছে আবেদন জানান শুভেন্দু। স্পিকার তাঁকে লিখিত আর্জি পেশ করতে বলেন৷ কিন্তু নন্দীগ্রামের বিধায়ক তাতে রাজি হননি।