মঙ্গলবার কলকাতায় জোড়া কার্নিভাল। রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয়েছে দুর্গা পুজোর মা কার্নিভাল। বিকেল সাড়ে চারটে থেকে ওই কার্নিভাল শুরু হবে। অন্যদিকে চিকিৎসকদের তরফে আয়োজন করা হয়েছে দ্রোহের কার্নিভাল। জানানো হয়েছে ওই কর্মসূচিও শুরু হবে একই সময়ে। অফিস টাইমে ওই দুটি কার্নিভালের জেরে সমস্যায় পড়বেন অফিস ফেরত নিত্যযাত্রীরা। তাহলে উপায় কী?
দক্ষিণ ও উত্তর কলকাতা থেকে যাঁরা হাওড়া ফিরবেন তাঁরাই সবথেকে বেশি সমস্যায় পড়বেন। কারণ রেড রোড, রানি রাসমণি অ্য়াভিনিউ, স্ট্র্যান্ড রোড সহ বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে কোন রাস্তা ধরে ফিরবেন?
দক্ষিণ বা উত্তর কলকাতা থেকে যাঁরা হাওড়া পৌঁছবেন তাঁদের জন্য সবথেকে ভালো উপায় মেট্রো। বর্তমানে হাওড়া স্টেশন পর্যন্ত মেট্রোর গ্রিন লাইন চালু হয়ে গিয়েছে। সেইকারণে রবীন্দ্র সদন, চাঁদনি চক, সেন্ট্রাল, টালিগঞ্জ সহ বিভিন্ন মেট্রো স্টেশনে থেকে এসপ্লানেড পৌঁছে সেখান থেকে মেট্রো করে হাওড়া স্টেশনে পৌঁছন সবথেকে ভালো উপায়।
দক্ষিণ কলকাতার এলাকা অর্থাৎ যতীন দাস পার্ক, কালীঘাট, রবীন্দ্র সদন, টালিগঞ্জ, ময়দান ইত্যাদি এলাকা থেকে যাঁরা হাওড়া যাবেন তাঁরা মেট্রো ধরে এসপ্লানেড স্টেশনে নামুন। তারপর সেখান থেকে গ্রিন লাইনের মেট্রো ধরে পৌঁছে যান হাওড়ায়।
এবার আসা যাক সল্টলেকের শিল্পতালুকে। বর্তমানে কলকাতা কেন্দ্রিক একাধিক সংস্থার অফিস রয়েছে সল্টলেকে। সেই কারণে হাওড়া স্টেশন পৌছনোর জন্য অনেকেই বাস ধরেন। কিন্তু মঙ্গলবার বাসে করে যাওয়া সমস্যার। ফলে মঙ্গলবার একটু অন্য রুট ব্যবহার করুন। বাসে করে হাওড়া না গিয়ে সরাসরি বালি পৌঁছনো সঠিক সিদ্ধান্ত। সেখান থেকে ট্রেন ধরে হাওড়া পৌঁছনো সম্ভব। এর ফলে কার্নিভালের জন্য তৈরি হওয়া যানজট এড়ানো সম্ভব।
অন্যদিকে যাঁরা শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন পৌঁছবেন তাঁদের জন্যও মেট্রো পরিষেবা ব্যবহার করলে সুবিধা তুলনামূলক বেশি। কিন্তু শিয়ালদহ থেকে হাওড়া স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রো পরিষেবা পাওয়া সম্ভব নয়। সেই কারণে শিয়ালদহ স্টেশন থেকে বাস ধরে আসতে হবে ধর্মতলা বা এসপ্লানেড স্টেশন এবং সেখান থেকে মেট্রো ধরে পৌঁছে যান হাওড়া স্টেশন। একইভাবে SN ব্যানার্জি রোড ধরে বাসে করে পৌঁছে যেতে পারেন শিয়ালদহ স্টেশনে। যেহেতু SN রোড বা মৌলালি অঞ্চলে কোনও কর্মসূচি নেই সেই কারণে ওই রুটে খুব একটা যানজট হওয়ার সম্ভাবনা নেই।
খিদিরপুর, মোমিনপুর, তারাতলা, আমতলা থেকে সরাসরি বাস পৌঁছয় হাওড়া স্টেশনে। কিন্তু মঙ্গলবার বাসে করে গেলে যানজটে পড়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে এই অঞ্চলের নিত্যযাত্রীরা দুটি উপায়ে হাওড়া স্টেশন পৌঁছতে পারেন। প্রথমত মাঝেরহাট স্টেশন থেকে চক্ররেল ধরে বাবুঘাট স্টেশন পৌঁছতে পারেন। এবং সেখান থেকে লঞ্চে করে হাওড়া স্টেশন পৌঁছনো সম্ভব। অথবা, অটো বা বাসে করে যতীন দাস পার্ক অথবা রবীন্দ্র সদন মেট্রো করে গিয়ে সেখান থেকে এসপ্লানেড পৌঁছে গ্রিন লাইনে করে হাওড়া স্টেশন পৌঁছনো যাবে।