রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমেই বাড়াচ্ছে উদ্বেগ। এবার দুর্গা পুজো মিটতেই বাংলায় ডেঙ্গির বলি আরও দুই জন। দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন হালদার ডেঙ্গিতে প্রাণ হারিয়েছেন। অন্যদিকে সল্টলেক আমরিতে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ থেকে আসা এক তরুণীর। দুজনের মৃত্যু ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ আছে।
মৃত সায়ন দাস ক্লাস টেনের ছাত্র। পরিবার সূত্রে খবর, সপ্তমীতে জ্বর আসে তার। জ্বর না নামায় প্রথমে তাকে গোরাবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা সংকটজনক হলে সায়নকে ভর্তি করা হয় আর জি কর হাসপাতালে। তবুও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় দশম শ্রেণির ওই পড়ুয়ার৷
ডেঙ্গি পরিস্থিতিতে রীতিমতো উদ্বেগে রাজ্যের স্বাস্থ্য দফতর। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছে ৬০৭ জন। গত এক সপ্তাহে ৪ হাজার ৬৭৮ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে।