হাই মাদ্রাসা (High Madrasa) পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তাল মালদহের (Malda) রতুয়া। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল গোটা এলাকা।তৃণমূল (TMC) কর্মীদের উপর গুলি এবং বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
রবিবার রতুয়া ১ ব্লকের বাটনা হাই মাদ্রাসা পরিচালন সমিতির নির্বাচন ছিল। ওই নির্বাচনে তৃণমূলের দুই গোষ্ঠীর মোট ৬ জন প্রার্থী লড়াই করছিল। যা নিয়ে আগে থেকেই উত্তপ্ত ছিল পরিবেশ।
আরও পড়ুন- পঞ্চায়েতের আগে উত্তপ্ত বাসন্তী, বোমা বিস্ফোরণে গ্রেফতার ২ জন, রবিবারও থমথমে এলাকা
রবিবার নির্বাচন শুরু হতেই রণক্ষেত্র বেধে যায়। অভিযোগ, গুলি এবং বোমা বাজির জেরে জখম হয়েছেন বেশ কয়েকজন। ভাঙচুর করা হয়েছে কয়েকটা বাড়ি এবং মোটরসাইকেল। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের অপর গোষ্ঠী।