এক রাতে ১৫০ বোমা ! শুক্রবার রাতের এই ঘটনায় শনিবার সকালেও আতঙ্কিত বীরভূমের দুবরাজপুরের যশপুর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৪০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুই সিভিক ভলান্টিয়ারের বাড়িও।
বীরভূম নিয়ে বারবার সতর্ক করা হচ্ছে তৃণমূলের উঁচুতলা থেকে। কিন্তু সেই বার্তা যে একটা মাধ্যমের পরে এসে থমকে যাচ্ছে, তার উদাহরণ শুক্রবারের যশপুর। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল দুই নেতা শেখ আজম এবং শেখ সেলিম গোষ্ঠীর মধ্যে শুক্রবার বিকেল থেকে ঝামেলা শুরু হয়। যা চরমে ওঠে রাতে।
যশপুরে ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দল কোথায় গিয়ে পৌঁচ্ছছে তা দেখিয়ে দিল যশপুর। বীরভূমের তৃণমূল নেতা মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, যশপুরে যা হয়েছে, তা সবটাই দুষ্কৃতী তাণ্ডব।