মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল ইছাপুর(Howrah Accident)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলের। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা থানার(Jagacha Police Station) ইছাপুর পূর্ব পাড়ায়।
জানা গেছে, মঙ্গলবার সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্ট প্লান্টে কাজ করছিলেন বছর ৬০-এর শৈলেন হাজরা। কাজ চলাকালীন আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট(Death by Electrocution) হন তিনি। বাবাকে ওই অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে যায় বড় ছেলে স্বপ্ননীল হাজরা। চিৎকার-চেঁচামেচিতে হাজির হয় শৈলেনের স্ত্রী ও মেয়ে। তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন বলেই দাবি স্থানীয়দের। পরে ছোট ছেলে ইন্দ্রনীল এসে মেন লাইন বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।
সঙ্গে সঙ্গেই শৈলেন ও তাঁর বড় ছেলেকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ওই দুজনকে হাওড়া জেলা হাসপাতালে(Howrah District Hospital) নিয়ে গেলে দুজনকেই মৃত(Dead) বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই আকস্মিক মৃতুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।