গত কয়েকমাসে বারংবার সোনার দোকানে চুরির ঘটনা, ডাকাতির ঘটনা সামনে এসেছে| তবুও কিছুতেই আটকানো যাচ্ছে না এই ধরণের ঘটনা| পুরুলিয়া, রানাঘাট, রানিগঞ্জের পর এবার হুগলির চণ্ডীতলায়, ক্রেতা সেজে মাদুলি কেনার নামে সোনার গহনা নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী| সিসিটিভিতে ধরা পড়েছে সেই ভিডিয়ো |
Jhargram: বৌবাজার, সল্টলেকের পর এবার চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ ঝাড়গ্রামে, মৃত্যু এক জনের
দোকানের মালিক জানিয়েছেন, দুই জন ক্রেতা সেজে শনিবার বিকেলে চণ্ডীতলার বরতাজপুরের একটি গয়নার দোকানে আসেন | মাদুলি কিনবেন বলে জানান, এরপর একে একে আংটি, লকেট অন্যান্য গয়না দেখতে চান| নিজেরাও গয়না ঘাঁটাঘাঁটি শুরু করেন বলে অভিযোগ | ততক্ষণে, দোকানের গেটের সামনে আরেকজন গিয়ে দাঁড়িয়েছেন | আচমকা সোনার আংটি, হার ইত্যাদি নিয়ে দু’জন দৌড় দেন বলে অভিযোগ। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য|