রাজ্যে ডেঙ্গি আতঙ্ক ক্রমশ বাড়ছে। জানা গিয়েছে, বাংলায় একসঙ্গে হানা দিয়েছে ডেঙ্গির দুই প্রজাতি। নাইসেড জানিয়েছে, DENG 2-র প্রকোপ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অনেকটাই বেড়েছে। পাশাপাশি, কোনও ডেঙ্গি আক্রান্তের করোনা রেকর্ড আছে কিনা, তা নথিভুক্ত করা শুরু করেছে স্বাস্থ্য ভবন। আপাতত রাজ্যজুড়ে ডেঙ্গির প্রাদুর্ভাব কমানোই মূল লক্ষ্য সরকারের।
এমনকি, অবস্থা এতটাই গুরুতর যে, হুগলি জেলাকে রীতিমতো হটস্পট ঘোষণার পথে এগোচ্ছে স্বাস্থ্য দফতর। এই পরিস্থিতিতেই রাজ্যের ৫ জেলায় প্রতিনিধি পাঠাতে চলেছে স্বাস্থ্যভবন।
আরও পড়ুন- West Bengal Weather Update: সপ্তাহভর মেঘমুক্ত আকাশ থাকলেও ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের চোখরাঙানি
গত তিনদিনে কলকাতা এবং উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে তিনজনের। শুক্রবার পার্ক স্ট্রিটের এক কিশোর এবং মধ্যমগ্রামের এক মহিলার মৃত্যু হয়। রবিবার মারা যান নাগেরবাজারের গৃহবধূ শিল্পী রায়। যদিও নার্সিংহোমের অবহেলাতেই মৃত্যু হয়েছে বলেই অভিযোগ পরিবারের।