দার্জিলিং চিড়িয়াখানার দুই নয়া অতিথি লারা ও অ্যাকামাস। সাইপ্রাসের পেফোস চিড়িয়াখানা থেকে বিশেষ অ্যাম্বুল্যান্সে এই দুই বাঘকে আনা হয় দার্জিলিং-এর চিড়িয়াখানায়। জানা গিয়েছে, এই মুহূর্তে সুস্থই রয়েছে তারা। বাঘদুটির বয়স দেড় বছর। দুটি লাল পাণ্ডার বিনিময়ে এই দুই নতুন অতিথিকে আনা হয়েছে।
West Bengal Weather Update: মরসুমের শীতলতম দিন পুরুলিয়ায়, বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?
আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে দুটি বাঘকে আপাতত কোয়ারেন্টাইনে রেখে, তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে। পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে এই দুই স্ত্রী ও পুরুষ বাঘকে কলকাতা থেকে গ্রিন করিডর করে দার্জিলিং-এ নিয়ে যাওয়া হয়েছে।