পরকীয়ার অভিযোগে যুবক-যুবতীকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হল। বাদ গেল না লাঠি, ঝাঁটা ও জুতোপেটা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার ঘটনা।
চন্দ্রকোণার মনোহরপুরের বাসিন্দা এক যুবকের সঙ্গে কুলদহ গ্রামের এক গৃহবধূর দীর্ঘদিনের পরিচয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, ওই দু’জনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। গত শুক্রবার রাতে ওই গৃহবধূর বাড়িতে গিয়েছিলেন যুবকটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তাঁরা সেই সময় ওই দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেন। এরপরই তাঁদের নিয়ে গ্রামে সালিশি সভা বসে। এলাকার মাতব্বরদের নির্দেশে দু’জনকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারধর করা হয়। লাঠি, ঝাঁটা ও জুতোপেটা করা হয়।
Amaravati Murder:নূপুর শর্মার বক্তব্য সমর্থনের পর অমরাবতীতে এক ব্যক্তিকে কুপিয়ে খুন, এনআইএ তদন্ত
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দু’জনকে উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপাতত চিকিৎসাধীন দু’জনে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোটা ঘটনার ভিডিয়োটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নীতি পুলিশদের এই আচরণে নিন্দার ঝড় উঠেছে সমাজের বিভিন্ন মহলে।