সকালে হাটতে বেরিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) ২ নম্বর ব্লকের ভূতশহর গ্রামে।
নিহতদের নাম পার্বতী ঘোষ এবং অনন্ত ঘোষ। প্রতিদিন প্রাতর্ভ্রমণে বের হন পার্বতী ঘোষ। শনিবারও বেরিয়ে ছিলেন। কয়েকদিন আগে ঝড়বৃষ্টিতে এলাকায় রাস্তার উপর বিদ্যুতের তার ছিড়ে পড়েছিল। সেই তারে পা জড়িয়ে যায় মহিলার। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেই সময় অনন্ত ঘোষ সেখান দিয়ে যাচ্ছিলেন। পার্বতীদেবীকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান তিনি। মহিলাকে স্পর্শ করা মাত্রই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
Bhatpara Murder:চায়ের দোকানে একসঙ্গে ধূমপানের পর ব্যবসায়ীকে গুলি করে খুন দুষ্কৃতীদের
পরে তাঁদে দু’জনকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁদের দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, ঝড়বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে গেলেও সংশ্লিষ্ট সংস্থার তরফে তা সময়ে মেরামত করা হয় না। ফলে এমন দুর্ঘটনা ঘটল।