আনিস খান (Anis Khan) হত্যা মামলায় দুই পুলিশকর্মীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা SIT। ধৃত দু'জনেই আমতা থানায় কর্মরত। আনিস খানের মৃত্যুর ঘটনায় হোমগার্ড কাশীনাথ বেরা ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক বৈঠকে গ্রেফতারির কথা জানান।
ডিজিপি জানিয়েছেন, আপাতত তদন্ত প্রাথমিক পর্যায়ে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এবার দু'জনকে গ্রেফতার করা হল। পরিবারের কাছে তদন্তে সাহায্য করার আর্জি জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: Anis Khan: হাই কোর্ট, সুপ্রিম কোর্টে গেলে আনিসের পরিবারকে সাহায্যের আশ্বাস শুভেন্দুর
ডিজিপি জানান, পরিবার তদন্তে সাহায্য করলে ১৫ দিনের মধ্যে সব রহস্য উদঘাটিত হবে। কিছু রাজনৈতিক দল সিটের কাজে বাধা দিচ্ছে বলেও দাবি করেছেন তিনি।