গঙ্গাসাগর মেলায় দাপিয়ে বেড়াচ্ছে এক জোড়া বাঘ। তবে এ বাঘ সুন্দরবন থেকে নয় এসেছে পাশের গ্রাম থেকে। কপিল ক্ষেত্রে পুণ্য করতে আসা লক্ষ লক্ষ মানুষ সেই বাঘ দেখতে উৎসুক। তবে এই বাঘের ,’না রয়েছে নখ ,না আছে দাঁত’। মুখেই হালুম হালুম গর্জন করে তারা সারা মেলা কার্যত চোষে বেড়াচ্ছে। আর এবারের গঙ্গাসাগর মেলার মূল আকর্ষণই হয়ে উঠেছে এই দুই বহুরূপী বা বলা ভালো ‘বাঘরূপী’
বাঘের প্রতি মানুষের ভালোবাসা এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মনোরঞ্জন করতেই দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগ এই দুই ‘ 'ছিনাথ বহুরূপী'দের মেলাপ্রাঙ্গণে নামিয়েছে। বাঘ আমাদের জাতীয় পশু ,সুন্দরনবনের গর্ব। বাঘ সংরক্ষণের বিষয়ে মানুষকে আরও সচেতন করতে, বাঘ বাঁচাতেই এই অভিনব পন্থা বন দফতরের। ২৪ পরগনা (দক্ষিণ) বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মন্ডল এই প্রসঙ্গে বলেন,’ এই কপিলভূমি এক সময় ম্যানগ্রোভ অধ্যুষিত 'বাঘ-ভূমি' ছিল। অতীতের স্মৃতি স্মরণ করাতেই এই উদ্যোগ।’