পিস্তল নিয়ে ক্লাসে ঢুকে পড়ার অভিযোগ উঠল দুই ছাত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়ে। অভিযুক্ত দুই ছাত্রকে আটক করা হয়েছে। তারা নবম শ্রেণির পড়ুয়া।
জানা গিয়েছে, শনিবার সকালে ওই স্কুলে ক্লাস চলছিল। সেইসময় অভিযুক্ত দুই পড়ুয়ার কাছে একটি বন্দুক দেখতে পায় সহপাঠীরা। অভিযোগ, বন্দুক দেখিয়ে সহপাঠীদের ভয় দেখাচ্ছিল ওই দুই পড়ুয়া। খবর দেওয়া হয় শিক্ষকদের। তাঁরাই প্রথম বন্দুকটি উদ্ধার করেন।
স্কুলের তরফে রেজিনগর থানায় খবর দেওয়া হয়। তারপরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে বন্দুকটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই পড়ুয়াকে আটক করা হয়েছে। স্কুল শিক্ষকরা জানিয়েছেন, যে বন্দুকটি উদ্ধার করা হয়েছে সেটি একটি দেশি বন্দুক। যদিও সেটি আসল না নকল তা খতিয়ে দেখে তবেই জানাবে পুলিশ।