মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন ৬ পর্যটক । তাঁদের মধ্যে ইতিমধ্যেই দু'জনের মৃত্যু হয়েছে । আরও একজন নিখোঁজ । বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন । তবে, তাঁদের নাম, পরিচয় জানা যায়নি এখনও । মঙ্গলবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে, মঙ্গলবার দুর্গাপুর থেকে মন্দারমণি বেড়াতে এসেছিলেন ছয় পর্যটকের একটি দল । সমুদ্রসৈকত লাগোয়া একটি হোটেলে উঠেছিলেন তাঁরা । এদিন, বেলা সাড়ে ১২টা নাগাদ ছ’জনই সমুদ্রে স্নান করতে নামেন । জানা গিয়েছে, সেইসময় সমুদ্র উত্তাল ছিল । তাই ছ’জনই তলিয়ে যান । খবর পেয়েই হোটেলকর্মীদের তৎপরতায় উদ্ধারকারী দল দ্রুত সমুদ্রে নেমে পাঁচ জনকে উদ্ধার করতে পারেন । এক জন এখনও নিখোঁজ । পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ।
মন্দারমণিতে এই ঘটনা প্রথম নয় । সোমবারই স্নান করতে নেমে মৃত্যু হয়েছে হাওড়ার এক পর্যটকের । গত বছরও মন্দারমণিতে গিয়ে মৃত্যু হয়েছিল কলকাতার যুবকের ।