চাহিদা মত টাকা না দেওয়ায় ভাই-বোনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল বৃহন্নলার (Two train passengers attacked by Eunuchs) বিরুদ্ধে । সোমবার সন্ধেবেলা শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেনে ঘটনাটি ঘটেছে । ওইদিনই সোনারপুর জিআরপিতে (Sonarpur GRP) অভিযোগ দায়ের করেছেন তাঁরা ।
পুলিশ সূত্রের খবর, কলকাতার বালিগঞ্জের কসবা এলাকার বাসিন্দা স্নেহলতা ও সুজন হালদার । সোমবার সন্ধ্যায় লক্ষ্মীকান্তপুর থেকে বাড়ি ফিরছিলেন তাঁরা । সঙ্গে তাঁদের মা'ও ছিলেন । স্নেহলতা হালদারের অভিযোগ, সুভাষগ্রাম এবং সোনারপুর স্টেশনের মাঝামাঝি জায়গায় একদল বৃহন্নলা ট্রেনে ওঠে । অন্যান্য যাত্রীদের মত তাঁদের কাছেও টাকা চায় । সামান্য কিছু টাকা দিলে তারা তা নিতে অস্বীকার করে ৷ পালটা অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে । তাঁদের চাহিদা ছিল ৫০ টাকা । কিন্তু সেই দাবি মানেননি তাঁরা । প্রথমে তাঁরা অশালীন ভাষায় গালিগালাজ করে চড়াও হয় সুজন হালদারের উপর । তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ । ঘটনার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হন তাঁর দিদিও । তাঁর দিকে পয়সা ছুড়ে মারা হয় বলে অভিযোগ । মাথায় গুরুতর চোট লাগে তাঁর । এমনকী, তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে ।
আরও পড়ুন, Bhadu Seikh murder video: কীভাবে খুন হলেন ভাদু শেখ? প্রকাশ্যে এল সেই রাতের সিসিটিভি ফুটেজ
ঘটনায় সোমবার রাতেই সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ । যদিও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি । এই ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে রেলযাত্রীদের মধ্যে । প্রাণের ভয় পাচ্ছেন তাঁরা । ট্রেনযাত্রীদের আশঙ্কা, যে কোনও সময় তাঁদের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে ।
বৃহনল্লাদের নিয়ে এই অভিযোগ প্রথম নয় । এর আগেও এধরনের ঘটনা ঘটেছে । চার বছর আগে সেরকমই একটি ঘটনা ঘটেছিল । শিয়ালদা-বনগাঁ শাখার লেডিস স্পেশাল ট্রেনে তাণ্ডব চালিয়েছিলেন বৃহন্নলারা । কারণ, সেই একই । দাবি মেনে টাকা না পাওয়ায় ট্রেনের যাত্রীদের মারধর করেছিল তাঁরা । অভিযোগ, দাবি মতো টাকা না দেওয়ায়, তাঁদের ব্যাগপত্র ধরে টেনেছিলেন বৃহন্নলারা । এমনকী, আঁচড়ে-কামড়ে অনেককে জখম করে দিয়েছিলেন । প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় । বছর চার আগে ঘটে যাওয়া ঘটনারই পুনরাবৃত্তি হল সোমবার ।