মাত্র এককাঠা জমির জেরে অকালে ঝরে গেল দুটো প্রাণ। দীর্ঘদিনের বিবাদের জেরে শনিবার দাদাকে কুপিয়ে খুন করল দুই ভাই। আশঙ্কাজনক অবস্থায় বউদিকে বর্তমানে কলকাতার এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামে।
জানা গেছে, দক্ষিণ গোবিন্দপুর গ্রামের দীর্ঘদিনের বাসিন্দা তিন ভাই দেবাশিস, আশিস এবং দেবানন পোড়ে। আত্মীয়তার সম্পর্ক থাকলেও এক কাঠা জমি নিয়ে তিনজনের দীর্ঘদিনের বিবাদ। অভিযোগ, শনিবার কাকভোরে আশিস এবং দেবানন দেবাশিসের বাড়িতে আসে। দরজা ধাক্কা দেয়। ঘুম ভেঙে যায় দেবাশিস এবং তাঁর স্ত্রীর। দরজা খুলে দেন তাঁরা। ঘরের ভিতর ঢুকে পড়ে আশিস এবং দেবানন। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই আশিস এবং দেবানন তাদের দাদা দেবাশিসের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। স্বামীকে বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু করেন দেবাশিসের স্ত্রী পলি। অভিযোগ, দুই ভাই দাদার উপর হামলা তো থামায়নি। এমনকী তাঁর বউদির উপরেও হামলা চালায় দুই দেওর। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে।
আরও পড়ুন- Babul Supriyo : বালিগঞ্জ জিতে এবার বিধানসভায় তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়, দ্বিতীয় বামেরা
চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা জড়ো হতে পারে ভেবে হামলা চালিয়েই পালায় দুই যুবক। চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসেন। তাঁরা দেখেন, ওই দম্পতি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবাশিসের। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাঁর স্ত্রী পলিকে। প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বাধ্য হয়ে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় ওই মহিলাকে। নিহত দেবাশিস এবং তাঁর স্ত্রীর দু’টি সন্তানও রয়েছে। বাবার আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছে তারা।