এবার থেকে কলেজ-বিশ্ববিদ্য়ালয়গুলিতে থাকবে সেলফি জোন । নয়া উদ্যোগ নিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসি । সম্প্রতি, একটি নির্দেশিকা জারি করেছে ইউজিসি । নির্দেশিকায় বলা হয়েছে, দেশের প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’ তৈরি করতে হবে । আর এই সেলফি জোনের পটভূমিকা কী হবে সেই বিষয়েও নির্দেশিকায় বলা হয়েছে । ইতিমধ্যে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের কাছে ওই নির্দেশিকা পৌঁছে গিয়েছে ।
নির্দেশিকায় বলা হয়েছে, ‘সেলফি পয়েন্ট’-এর বিষয় ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ । ত্রিমাত্রিক পটভূমিকা অনুযায়ী তৈরি ‘সেলফি পয়েন্ট’গুলিকে শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ জায়গায় বসাতে হবে । শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসির বার্তা, সেলফি পয়েন্টে গিয়ে সেলফি তুলে সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে হবে ।
কিন্তু কী কারণে এই উদ্যেোগ ? জানা গিয়েছে, ‘সেলফি পয়েন্ট’ তৈরির উদ্দেশ্য হল বিভিন্ন ক্ষেত্রে দেশের সাফল্য উদ্যাপন করা। বিশেষ করে শিক্ষানীতি নিয়ে করা পদক্ষেপগুলি তুলে ধরা ।